জলপাইগুড়ির ময়নাগুড়িতে লাইনচ্যুত হয় ১৫৬৩৩ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। ট্রেনটির ১২টি কামরা উলটে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এদিকে আলো কমে আসার জন্য প্রাথমিকভাবে উদ্ধারকাজে সমস্যা হচ্ছিল। পরে অবশ্য আলোর ব্যবস্থা করা হয়। উদ্ধারকাজ একেবারে শেষের পথে বলে জানা যাচ্ছে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা তা নিয়ে উঠছে প্রশ্ন। লাইনে কোনও ফাটল ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই কমিটি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ১ লাখ ও অপেক্ষাকৃত কম আহতদের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে ভারতীয় রেল। রেললাইনের উপরই লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে ট্রেনের ১২টি বগি। যার জেরে উত্তরবঙ্গগামী ট্রেনগুলির রুট বদল করা হল। এক নজরে দেখে নিন, কোন কোন ট্রেন কোন রুটে যাবে –
১) ১২৩৪৬ ডাউন সরাইঘাট এক্সপ্রেস নিউ কোচবিহার-ধূপগুড়ি-রানিনগর রুটের বদলে নিউ কোচবিহার-মাথাভাঙা-রানিনগর রুট দিয়ে যাবে। মাথাভাঙা স্টেশনে ২ মিনিটের জন্য স্টপেজ দেবে।
২) ১২৫০৫ ডাউন কামাক্ষ্যা-আনন্দবিহার (KYQ-ANVT) ট্রেনটি নিউ কোচবিহার-ধূপগুড়ি-রানিনগর রুটের বদলে নিউ কোচবিহার-মাথাভাঙা-লেগ স্পেশ্যাল কেবিন-রানিনগর রুট দিয়ে যাবে।
৩)১২৫২৯ ডাউন কামাক্ষ্যা-লোকমান্য তিলক (KYQ-LTT) এসি সুপারফার্স্ট এক্সপ্রেস নিউ কোচবিহার-ধূপগুড়ি-রানিনগর রুটের বদলে শামুকতলা রোড জংশন-আলিপুরদুয়ার জংশন-নিউ মাল জংশন-শিলিগুড়ি জংশন-নিউ জলপাইগুড়ি রুট দিয়ে যাবে।
৪) ১৫৬৩২ ডাউন গুয়াহাটি-বার্মার (GHY-BME) এক্সপ্রেস নিউ কোচবিহার-মাথাভাঙা-লেগ স্পেশ্যাল কেবিন-রানিনগর রুট দিয়ে যাবে।
৫) ২০৫০২ আপ তেজস রাজধানী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি-রানিনগর-ধূপগুড়ি-নিউ কোচবিহার রুটের বদলে নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি জংশন-নিউ মাল জংশন-আলিপুরদুয়ার জংশন দিয়ে যাবে।
৬) ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি নিউ জলপাইগুড়ি-রানিনগর জংশন-ধূপগুড়ি-নিউ কোচবিহার রুটের বদলে নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি জংশন-নিউ মাল জংশন-আলিপুরদুয়ার জংশন-শামুকতলা রোড জংশন রুট দিয়ে যাবে।
৭) ১৫৯১০ আপ অবধ অসম এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি-রানিনগর-ধূপগুড়-নিউ কোচবিহার রুচের বদলে নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি জংশন-নিউ মাল জংশন-আলিপুরদুয়ার জংশন-শামুকতলা রোড জংশন হয়ে যাবে।
৮)১২৫০৭ আপ ত্রিবান্দ্রম ক্যান্টনমেন্ট-শিলচর (TVC-SCL) এক্সপ্রেস রানিনগর-ধূপগুড়ি-নিউ কোচবিহার রুটের বদলে রানিনগর-মাথাভাঙা-নিউ কোচবিহার রুট দিয়ে যাবে।
৯) ২২৪৫০ আপ নিউ দিল্লি-গুয়াহাটি (NDLC-GHY) এক্সপ্রেস রানিনগর-ধূপগুড়ি-নিউ কোচবিহার রুটের বদলে রানিনগর-মাথাভাঙা-নিউ কোচবিহার রুট দিয়ে যাবে।
অন্যদিকে, নিউ জলপাইগুড়ি এবং বামনহাট রুট বন্ধ হওয়ায় শুক্রবার রাতের ১৩১৪৭ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং শনিবার সকালের বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস বাতিল করা হয়েছে।