অসুস্থ বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। মঙ্গলবার মাঝরাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, রাতেই হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা হয় অভিনেত্রীর। আপাতত চিকিৎসকদের একটি বিশেষ দলের পর্যবেক্ষণেই হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। যদিও দীপিকার পরিবারের তরফে অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।