দেশ ভারত-পাক সংঘর্ষ রাজনীতি

OPERATION SINDOOR : রাজনৈতিক বাধায় ধ্বংস যুদ্ধবিমান, দাবি নৌ-বাহিনী কর্তার

অপারেশন সিঁদুরে যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে আগেই জানিয়েছেন সেনার সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল অনিল চৌহান ৷ এবার কয়েকধাপ এগিয়ে আরও এক সামরিক কর্তা শিব কুমার দাবি করলেন অপারেশন চলাকালীন ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে ৷ আর তার কারণ রাজনৈতিক প্রতিবন্ধকতা ৷ দেশের রাজনৈতিক নেতৃত্ব চাননি পাকিস্তানের সামরিক ঘাঁটিতে আঘাত হানা হোক ৷ পরে অবশ্য পরিস্থিতি বদলায় ৷ কৌশলে বদল এনে সামরিক-সাফল্য পায় ভারত ৷ইন্দোনেশিয়ার জার্কাতার একটি বিশ্ববিদ্যালয়ে 10 জুন হওয়া সেমিনারে তিনি এ কথা বলেন ৷ রবিবার সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ যদিও ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ওই আধিকারিক শুধু বলেছেন, ভারতীয় সেনা রাজনৈতিক নেতৃত্বের অধীনে কাজ করে ৷ এখানকার পরিস্থিতি ভারতের প্রতিবেশী দেশগুলির মতো নয় ৷ তাঁর কথার ভুল ব্যাখ্যা হচ্ছে ৷অন্যদিকে, এই ইস্যুতে মোদি সরকারকে আবারও আক্রমণ করেছে কংগ্রেস ৷ নৌ-বাহিনীর ওই আধিকারিকের বক্তব্য তুলে ধরে হাত শিবিরের দাবি অপারেশন সিঁদুর নিয়ে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কেন্দ্র ৷ এর আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি দাবি করেন, সামরিক সংঘাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে ৷ আর তার জন্য বিদেশমন্ত্রীকেই অভিযুক্ত করেন রাহুল ৷ তাঁর মনে হয়েছিল, 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত যে পাল্টা পাকিস্তানে হামলা চালাবে সে কথা বলে দিয়েছিলেন এস জয়শঙ্কর ৷ তার জেরে পাকিস্তান তৈরি ছিল ৷ ভারত অপারেশন সিঁদুর শুরু করলে তারাও জবাব দেয় ৷ তাতে ভারতের যুদ্ধবিমানের ক্ষতি হয় ৷ এবার নৌ-কর্তার বক্তব্যকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করল হাত শিবির ৷ভিডিয়োতে দেখা যাচ্ছে ওই আধিকারিক বলছেন, অপারেশনের শুরুতে আমাদের কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে ৷ রাজনৈতিক নেতৃত্বের বাধার জন্যই এমনটা হয়েছে ৷ পাক-সেনার ঘাঁটিতে আক্রমণ হোক সেটা তাঁরা চাননি ৷ তবে এরপরে আমরা কৌশল বদলাই ৷ পাক-সেনার ঘাঁটিতে আঘাত হানি ৷ তার জেরে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকেও আবার নাস্তানাবুদ করতে পেরেছি ৷ পরে জার্কাতার ভারতীয় দূতাবাসের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় ৷ সেখানে লেখা হয়েছে, “ওই আধিকারিকের বক্তব্যের ভুল ব্যাখ্য হচ্ছে ৷ তিনি কেন এমন মন্তব্য করেছেন তা সঠিক না বুঝেই চর্চা চলছে ৷” এর আগে ভারত-পাক সংঘর্ষে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে স্বীকার করে নেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান ৷ পাশাপাশি পাকিস্তান যেভাবে গুলি করে ভারতের যুদ্ধবিমান নামানোর কথা বলছিল তা খারিজ করে দেন সিডিএস ৷ সিঙ্গাপুরে ব্লুমবার্গ টিভি-কে সাক্ষাৎকার দিতে গিয়ে সিডিএস জানান, পাকিস্তান ক’টা বিমান নামিয়েছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ভারতের যুদ্ধবিমানগুলি কেন ধ্বংস হল ৷ এর কারণ জানতে পারলে ভারতের সামরিক বাহিনী তাদের রণকৌশল আরও উন্নত করতে পারে ৷ তাঁর মনে হয়, যুদ্ধবিমান নামানোর বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কেন সেগুলি নামানো সম্ভব হল, তা জানা অনেক বেশি প্রয়োজনীয় ৷