দেশ

‘আত্মনির্ভর ভারত’ গড়তে জোর, অস্ত্র সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক

বিদেশ থেকে ১০১টি অস্ত্র সরঞ্জাম আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। আজ এই ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে এগোচ্ছে ভারত। দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উত্‍পাদন বাড়ানোর জন্য নির্ধারিত সময়সীমার বাইরে ১০১টি আইটেমের ওপর আমদানি নিষেধাজ্ঞা চাপানো হবে। ২০২০-২০২৪ সালের মধ্যে আমদানি নিষেধাজ্ঞাগুলি ধারাবাহিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। রাজনাথ সিং জানান, ১০১টি নিষিদ্ধ আইটেমের তালিকায় কেবল সাধারণ পার্টস নয়, রয়েছে আর্টিলারি বন্দুক, অ্যাসল্ট রাইফেল, করভেটস, সোনার সিস্টেম, পরিবহন বিমান, লাইট কমব্যাট হেলিকপ্টার, রাডার এবং অন্য অনেক। রাজনাথ সিং বলেন, আমাদের লক্ষ্য সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা সম্পর্কে ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে অবহিত করা। যাতে তারা প্রতিরক্ষা বাহিনীর চাহিদা বুঝতে পারে। আত্মনির্ভর ভারত উদ্যোগকে আরও জোর দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রক এখন প্রস্তুত।” তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫টি স্তম্ভের ভিত্তিতে স্বনির্ভর ভারতের ডাক দিয়েছেন। সেগুলি হল অর্থনীতি, পরিকাঠামো, ব্যবস্থা, ডেমোগ্রাফি ও চাহিদা। আত্ম-নির্ভরশীল ভারতের জন্য একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণাও তিনি করেছেন। তাঁর ডাকে সাড়া দিয়ে প্রতিরক্ষা মন্ত্রক ১০১টি আইটেমের একটি তালিকা প্রস্তুত করেছে, উল্লিখিত সময়সীমার বাইরে এই আইটেমগুলির আমদানিতে নিষেধাজ্ঞা থাকবে। এটি প্রতিরক্ষায় স্বনির্ভর হওয়ার পথে বড় পদক্ষেপ।”