মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর পর এই প্রথম দলীয় মুখপত্র সামনায় সাক্ষাৎকার দিলেন উদ্ধব ঠাকরে। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং তিনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন তখনই সমস্ত ষড়যন্ত্র করা হয়েছে। উদ্ধবের কথায়, ‘ক্যু-টা পরিকল্পনা হয়েছিল যখন আমি হাসপাতালে ছিলাম এবং একেবারেই চলাফেরা করতে পারছিলাম না। যখন আমার শরীর চলছিল না সে সময় ওদের গতিবিধি ছিল সর্বোচ্চ পর্যায়ে।’
তাঁকে হঠিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করা একনাথ শিন্ডেকে একহাত নিয়েছেন উদ্ধব। তিনি বলছেন, ‘আমিও যদি ওকে মুখ্যমন্ত্রী করতাম, ওর আকাঙ্ক্ষাগুলো খারাপ।’ শিন্ডে শিবিরকে বিশ্বাস করা সবথেকে বড় ভুল হয়েছে বলার সঙ্গেই উদ্ধব জানালেন, তাঁর বাবার নাম (বালাসাহেব ঠাকরে) ব্যবহার করে ভোট চাইতে বারণ করেছেন তিনি। শিন্ডেদের আক্রমণ করে তিনি বললেন, ‘পচা পাতাগুলোর গাছ থেকে ঝরে যাওয়া উচিত।’ পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেছেন উদ্ধব ঠাকরে। তিনি বলছেন, ২০১৯ সালে তাঁর দাবি মেনে নিলে আজ অনেক সম্মান পেতে পারত গেরুয়া শিবির। উদ্ধবের কথায়, ‘এখন যেটা বিজেপি করল সেটা তখন (২০১৯ সালে) করলে এটা অনেক সম্মানের সঙ্গে ঘটত। অতিরিক্ত কোটি কোটি টাকা বেঁচে যেত।’ এর সঙ্গে তিনি বলেন, ‘মহারাষ্ট্রের পিঠে ছুরি মেরেছে দিল্লি। যারা তাদের দেখভাল করত তাদেরই শেষ করতে চলেছে।’