দেশ

Arvind Kejriwal Arrested : ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, গোটা রাজধানী জুড়েই প্রতিবাদ, এলাকায় জারি ১৪৪ ধারা

গ্রেফতার করা হল দিল্লির মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় আপ নেতাকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার সন্ধ‍্যায় দিল্লির মুখ‍্যমন্ত্রীর বাসভবনে পৌছান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যে আবগারি মামলায় উপ-মুখ‍্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জেলে রয়েছেন সেই মামলাতেই জিজ্ঞাসাবাদ করার জন‍্যই পৌঁছন ইডি আধিকারিকরা গিয়েছিলেন বলেই খবর। মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশের এলাকায় জারি করা হয়েছে ১১৪ ধারা। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পরেই তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আপ কর্মী-সমর্থকেরা। গোটা রাজধানী জুড়েই প্রতিবাদ শুরু করেন তাঁরা। শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করানো হবে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। দেশের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেফতার হলেন। এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করে ইডি। তবে গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। অন্য দিকে, বৃহস্পতিবার সন্ধ্যাতেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জি জানানো হয় তাঁর তরফে। তবে সেই শুনানি বৃহস্পতিবার হয়নি। শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাতে আপের দাবি, ‘‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন আমাদের নেতা। আমরা এমন আশঙ্কার কথাই এত দিন বলছিলাম।’’ প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আবগারি মামলায় সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। দিল্লির শিক্ষামন্ত্রী এবং আপ নেত্রী অতিশী মারলেনা X করে জানালেন সেকথা।