দেশ

এটা রাজনৈতিক ষড়যন্ত্র, কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন, দরকারে জেল থেকে সরকার চালাবেনঃ অতিশী মারলেনা সিং

অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন এবং জেল থেকে তিনি তাঁর মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার রাতে এই দাবি করলেন আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা সিং।বৃহস্পতিবার রাতে কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর পরই এই মন্তব্য করেন অতিশী। এই রাজনীতিক তথা শিক্ষাবিদ বলেন, ‘‘অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী এবং তিনিই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। এ নিয়ে আর কোনও দ্বিতীয় পথ নেই।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমরা প্রথম থেকেই স্পষ্ট করে দিয়েছি যে যদি প্রয়োজন পড়ে তাহলে তিনি কারাগার থেকেই কাজ করবেন। তাঁকে এই কাজ করা থেকে আটকাতে পারে এমন কোনও আইন নেই। তিনি এখনও দোষী প্রমাণিত হননি।’’ইডি-র হাতে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার হওয়ার ঘটনাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে অতিশীর মন্তব্য, এই তদন্তে ৫০০ জন আধিকারিক থাকলেও গত দু’ বছরে তাঁরা একটা টাকাও উদ্ধার করতে পারেননি।