দেশ

মিলল না জামিন, ৬ দিনের ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

৬ দিনের ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানো হয় আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অরবিন্দ কেজরিওয়ালকে। এদিন আদালতে ইডি দাবি করে, আবগারি দুর্নীতির কিংপিন কেজরিওয়াল। অর্থ তছরুপ প্রতিরোধ আইনের নির্দিষ্ট ধারা মেনেই গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে ইডি বলেন, অপরাধে সরাসরি যুক্ত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতির টাকা গোয়ার নির্বাচনে কাজে লাগিয়েছিল আপ। কেজরিকে মোট ৯ বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্ত আটবারই তিনি হাজিরা এড়িয়ে যান। বৃহস্পতিবার নবম সমন পাঠানো হলে সেখানে হাজিরা না দিয়ে অরবিন্দ কেজরিওয়াল দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। তবে আদালত তাঁকে সুরক্ষা কবচ না দেওয়ার পরই তাঁর বাড়িতে যায় ইডির দল। সেখানে ২ ঘন্টা জেরার পরই গ্রেপ্তার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।