দেশ

গরমে কোথাও যাতে জল সঙ্কট না হয়, সে জন্য জল দপ্তরকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ জেলে বন্দি কেজরিওয়ালের

ইডি হেফাজত থেকে প্রথমবার সরকারি নির্দেশ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেশের ইতিহাসে এ ঘটনা প্রথমবার। রবিবার মন্ত্রী অতিশীকে সেই নির্দেশ পাঠিয়েছেন তিনি। মন্ত্রী অতিশী জানিয়েছেন, বন্দি থেকেও দিল্লির ২ কোটি মানুষের জন্য উদ্বিগ্ন কেজরিওয়াল। তীব্র গরমের আগে কোথাও যাতে জল সঙ্কট না হয়, সে জন্য জল দপ্তরকে দ্রুত ব্যবস্থা নিতে একটি আদেশ পাঠিয়েছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার কেজরিওয়ালের গ্রেপ্তারির পরেই মন্ত্রী অতিশী জানিয়ে দিয়েছিলেন, জেল থেকেই মুখ্যমন্ত্রী সরকার চালাবেন। রবিবার সেই মতে প্রথম সরকারি নির্দেশ দিলেন কেজরিওয়াল।এদিকে আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেপ্তারির পর আজও দিল্লি জুড়ে বিক্ষোভ দেখাবেন আপ নেতা, কর্মী, সমর্থকরা। সকাল থেকে রাজধানীত নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দিল্লির রাস্তায়।