কলকাতা

এপ্রিলের শুরুতেই বাংলায় আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

 ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে ভোট করাতে সবধরণের ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্যেই। ধাপে ধাপে তারা এসে পৌঁছবে এখানে। নির্বাচন কমিশন জানাল, এপ্রিলের শুরুতেই বঙ্গে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। যে ২৭ কোম্পানি আসছে তাদের মধ্যে রয়েছে ১৫ কোম্পানি সিআরপিএফ, ৫ কোম্পানি বিএসএফ, ৭ কোম্পানি সিআইএসএফ। বাহিনী আসার পর তাঁদেরকে রাজ্যের বিভিন্ন স্থানে মোতায়েন করা হবে। ১ মার্চ থেকে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় ১০০ কোম্পানি এবং ৭ মার্চ দ্বিতীয় দফায় আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। প্রতিদিনই তাঁরা বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে।