দেশ

দুর্নীতির সঙ্গে সমঝোতা করি না, আস্থাভোটে জয়ের পর বললেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

আস্থাভোটে জয়ী কেজরিওয়াল। ৭০ আসনের দিল্লি বিধানসভায় আস্থাভোটে আপের সমর্থনে ভোট দিয়েছেন ৫৮ জন বিধায়ক। কেজরির দলের বিধায়ক সংখ্যা ৬২। বিজেপির পক্ষে ভোট পড়েছে আটটি। আস্থাভোট জয়ী হওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিল্লিতে ‘অপারেশন লোটাস’ ব্যর্থ হয়েছে। আপের এক জন বিধায়ককেও বিজেপি তাদের শিবিরে নিতে পারেনি। দলের বিধায়করা তাঁর সঙ্গেই আছে, এটা প্রমাণ করতেই বিধানসভায় আস্থাভোটের ডাক দেন। বিজেপির উদ্দেশ্যে তাঁর বার্তা, বিজেপি আপের একজন বিধায়ককেও কিনতে পারেনি। দলের ৬২ জন বিধায়ক ছিল। এর মধ্যে দুইজন বিধায়ক দেশের বাইরে, একজন রয়েছেন জেলে। আস্থাভোটে এই জয় বিজেপির বিরুদ্ধে আপের লড়াইয়ে যে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সেই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আমি মহারানা প্রতাপের বংশধর, আমি রাজপুত। মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে সব মামলা মিথ্যা, যা খুশি করতে পারেন।