দেশ

দিল্লির IAS কোচিং সেন্টারে পড়ুয়াদের মৃত্যুতে ধৃত ইউটিউবার মনুজ কাঠুরিয়া

ব্যবসায়ী মনুজ কাঠুরিয়ার জন্য শনিবারটা অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল। রাজধানী দিল্লিতে প্রবল বর্ষণ চলাকালীন স্ত্রী এবং বৃদ্ধ মা-বাবাকে নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ঘণ্টা প্রতি ১৫ কিলোমিটার বেগে ছুটছিল তাঁর গাড়িটি। ওই গতিবেগেই জলমগ্ন রাজিন্দর নগরের বড় বাজার রোডের রাউস আইএএস স্টাডি সার্কেল পেরিয়েছিলেন মনুজ। সেখান থেকে তাঁর বাড়ি অবশ্য প্রায় এক কিলোমিটার দূরে স্যার গঙ্গারাম হাসপাতালের কাছে। তবে মনুজ তখনও জানতেন না, তিনি কী কাণ্ড ঘটিয়ে এসেছেন! কারণ জলমগ্ন রাস্তা গাড়ি চালিয়ে পেরোনোর সময় রাউস আইএএস স্টাডি সার্কেলের গেট ভেঙে ফেলেছিলেন মনুজ। যেখানে বেসমেন্ট জলমগ্ন হয়ে প্রাণ হারিয়েছিলেন ৩ আইএএস পড়ুয়া। আসলে ওই বেসমেন্টেই ছিল স্টাডি সেন্টারের লাইব্রেরি। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১০৫ ধারার আওতায় গ্রেফতার করা হয়েছে মনুজ কাঠুরিয়া।