দিল্লিতে ২০ বছর বয়সী এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ভুয়ো পুলিশকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত নির্যাতিতা ওই ছাত্রীকে হুমকি দিয়েছিল বলেও অভিযোগ। জানা গিয়েছে, ধৃতের নাম রবি সোলাঙ্কি । বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে দিল্লিতে কলেজ ছাত্রীর আবাসনের কাছে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নিজেকে পুলিশ পরিচয় দিয়ে নির্যাতিতা ছাত্রীকে হুমকি দেয় ওই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, গত ৭ জুলাই তরুণী এবং তার প্রেমিক গাড়িতে চেপে যাচ্ছিলেন। সেই সময় সোলাঙ্কি মোবাইল ফোনের সাহায্যে ভিডিও করে বলে অভিযোগ। গাড়ির পিছনে অভিযুক্ত বাইকে চেপে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। এরপর ওই ছাত্রীর আবাসনের কাছে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন তাঁর প্রেমিক। তখনই মেয়েটির পিছু নিয়ে আবাসনের ভিতরে ঢোকেন অভিযুক্ত সোলাঙ্কি। সিঁড়িতে ওঠার সময় মেয়েটিকে আটকায় সে। নিজেকে পুলিশ পরিচয় দিয়ে নিজের রেকর্ড করা ভিডিও অনলাইনে পোস্ট করার জন্য শাসায় ছাত্রীকে। সেই সঙ্গে সিঁড়ির উপরে তাঁকে হেনস্থা ও ধর্ষণ করে সোলাঙ্কি। এরপর গোটা ঘটনা জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই ছাত্রী এবং তাঁর প্রেমিক। মেয়েটির বয়ানের ভিত্তিতে অভিযুক্তের স্কেচ আঁকায় পুলিশ। সেই স্কেচ ধরে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবশেষে তাঁকে গ্রেফতার করে পুলিশ।