ইডির তলব নিয়ে আগামী ১৬ মার্চ দিল্লির আদালতে হাজিরা দেবেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শনিবার ভার্চুয়ালি দিল্লির আদালতে হাজিরা দিয়েছিলেন তিনি। এর আগে আবগারি দুর্নীতি মামলায় পাঁচবার সমন করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। বিভিন্ন কারণে হাজিরা দেননি তিনি। ইডির সমনে সাড়া না দেওয়ার ঘটনায় এদিন ভার্চুয়ালি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজিরা দিতে হয় কেজরিওয়ালকে। আদালতে শুনানি চলাকালীন তিনি জানান, তিনি সশরীরে হাজিরা দিতে চেয়েছিলেন। কিন্তু বাজেট অধিবেশন চলছে। অন্যদিকে, শনিবারে আস্থাভোট। সে কারণে সশরীরে হাজিরা দিতে পারেননি। তাঁকে কিছুটা সময় দেওয়া হোক। ১ মার্চের পর যে কোনো দিন আদালতে হাজিরা দেওয়ার জন্য তৈরি তিনি। আপ সুপ্রিমোর এই আবেদন মেনে নিয়েছে আদালত। তাঁকে আগামী ১৬ মার্চ সময় দেওয়া হয়েছে।