টানা জেরার পর গ্রেফতার করা হল দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। অবৈধ আবগারী নীতি নিয়ে সিবিআই তদন্ত তাঁর বিরুদ্ধে বহুদিন ধরে চলছিল। আর তার জেরেই এই গ্রেফতারি বলে জানা যাচ্ছে। যে আবগারী নীতি নিয়ে বিতর্ক, তা বর্তমানে লাগু নেই। এই মামলায় রবিবার সকাল থেকে ম্যারাথন জেরার পর মণীশ সিসোদিয়াকে শেষমেশ গ্রেফতার করে সিবিআই। দিনভর ৯ ঘণ্টা ধরে টানা জেরা চলে মণীশ সিসোদিয়ার। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, কয়েকদিন আগেই মণীশ সিসোদিয়া জানিয়েছিলেন যে তিনি সাত থেকে আট মাস জেলে কাটাতে প্রস্তুত। আর তাঁর সেই মন্তব্যের পরই মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হল। প্রসঙ্গত, এই ঘটনার জেরে আম আদমি পার্টি বনাম বিজেপি সংঘাত দিল্লির রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। সদ্য এমসিডি প্যানেল ভোট নিয়ে বশ কিছু সংঘাতের ছবি সামনে আসে। তারপর মণীশ সিসোদিয়ার গ্রেফতারি ঘিরে তুঙ্গে রাজধানীর রাজনৈতিক চাঞ্চল্য।