বিদেশ

আজ ৪ মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠাবে স্পেস-এক্স


আজ ৪ জন মহাকাশচারীকে রকেটে করে মহাকাশে রওনা করবে আমেরিকার স্পেস-এক্স কোম্পানি। নাসা ও স্পেস-এক্স একটি যৌথভাবে এই অভিযানে অংশ নিয়েছে। এদের মধ্যে ২ জন আমেরিকার, একজন রাশিয়ার ও অন্যজন সৌদি আরবের মহাকাশচারী। আগামী ৬ মাস একটি বিশেষ গবেষণার অংশ হিসেবে এই নভোশ্চররা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই কাটাবেন। এদের প্রত্যেককে নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই মহাকাশে পাড়ি দেবে এলন মাস্কের সংস্থার রকেট স্পেস-এক্স ফ্যালকন।