পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করতে হল একটি ভারতীয় বিমানকে। সেটি কাতারের দোহার দিকে যাচ্ছিল। মাঝ আকাশে গুরুতর অসুস্থ এক যাত্রী। যার জেরেই পাকিস্তানের বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিল ইন্ডিগো বিমান। অবতরণের পর জানা যায়, বিমানেই মৃত্যু হয়েছে যাত্রীর। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর বিমানটি। বিমান চলা শুরু করলেই আচমকা অসুস্থ বোধ করেন এক যাত্রী। তিনি নাইজেরিয়ার নাগরিক। সেই সময়েই জরুরি অবতরণের অনুমতি চান পাইলট। জরুরি পরিস্থিতিতে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটির। বিমানবন্দরের মেডিক্যাল টিম জানায়, আকাশপথেই মৃত্যু হয়েছে ওই যাত্রীর। ইন্ডিগোর তরফে সোমবার ঘটনাটি জানানো হয়েছে।ইন্ডিগো সংস্থার তরফে টুইট করে বলা হয়েছে, ‘ইন্ডিগোর ৬ই-১৭৩৬ বিমান, যা দিল্লি থেকে দোহা যাচ্ছিল, তা মেডিক্যাল ইমার্জেন্সির জন্য করাচিতে জরুরি অবতরণ করা হয়। অবতরণ করার পর বিমানবন্দরের মেডিক্যাল টিম ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করে।’ প্রসঙ্গত, ভারতীয় বিমানের পাক আকাশসীমায় প্রবেশের অনুমতি নেই।