দেশ

দিল্লির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩, আহত ৬

 দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত অন্তত তিন। আহত ছয়। জানা গেছে রাজধানীতে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। শনিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে উত্তর দিল্লির নারেলা অঞ্চলের একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায়। তখন সেখানে কাজ করছিলেন ৯ জন। দুর্ঘটনার খবর পেয়েই শ্যাম কৃপা ফুডস প্রাইভেট লিমিটেড নামে কারখানাটিতে পৌঁছয় দিল্লি পুলিশ। আসে দমকলের ১৪টি ইঞ্জিন। সেখান থেকে ৯ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের নাম শ্যাম (‌২৪)‌, রাম সিং (‌৩০)‌ ও বীরপাল (‌৪২)‌। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। আগুন নিয়ন্ত্রণে এলেও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাইপ থেকে গ্যাস লিক করে আগুন লাগার ঘটনা ঘটেছে। এক পুলিশ আধিকারিক জানান আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।