এবার দিল্লিতে ‘হলুদ’ সতর্কতা জারি করল কেজরিওয়াল সরকার। গত দু’দিন ধরে পজিটিভিটি রেট ০.৫ শতাংশ। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, ‘আমরা ঠিক করেছিলাম বিভিন্ন প্যারামিটার অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেই অনুযায়ী হলুদ সতর্কতা জারি করা হল।’ যদিও তিনি আরও বলেন, আমরা আগের থেকে ১০ গুণ
বেশি তৈরি রয়েছি। ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সতর্ক থাকুন। কোভিড বিধি মেনে চলুন।’ প্রসঙ্গত, সোমবার দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। যা ৯ জুনের পর সর্বাধিক। গত দু’দিন সংক্রমণের হার যথাক্রমে ০.৬৮ শতাংশ ও ০.৫৫ শতাংশ। এই পরিস্থিতিতে এবার হলুদ সতর্কতা জারি করা হল। একনজরে দেখে নেওয়া যাক কেজরি সরকারের ঘোষণা গুলি –
🔴 দিল্লিতে নাইট কার্ফু বলবৎ থাকবে
🔴 স্কুল-কলেজ বন্ধ থাকবে
🔴 অত্যাবশ্যকীয় পণ্য নয় এমন দোকান, শপিং মল জোড়-বিজোড় পদ্ধতিতে একদিন অন্তর একদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে
🔴 ৫০ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি হাসপাতাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে
🔴 স্পা, জিম, সিনেমা হল, অডিটোরিয়াম বন্ধ
🔴 রেস্টুরেন্ট সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকতে পারে। বার খোলা থাকতে পারে দুপুর ১২টা থেকে রাত ১০ টা পর্যন্ত
🔴 ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো
🔴 ট্যাক্সি, অটো, রিক্সায় সর্বাধিক দু’জন যাত্রী সওয়ার হতে পারবেন, আন্তঃরাজ্য বাসে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচসলে অনুমতি
🔴 বিবাহের অনুষ্ঠানে ও শেষকৃত্যে সর্বাধিক ২০ জন থাকতে পারবে
🔴 সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ থাকবে
🔴 ধর্মীয় স্থান খোলা থাকবে। তবে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা