অভিভাবকের অনুপস্থিতিতে গর্ভপাত করাতে পারবে নাবালিকা। এমনটাই জানাল দিল্লি হাইকোর্ট। জানা গিয়েছে, ১৬ বছর বয়সি এক নাবালিকার গর্ভপাত করতে অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট । সাধারণত, নাবালিকার ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবক সম কারোর সাক্ষর ছাড়া গর্ভপাত করানো আইনসিদ্ধ নয় ভারতবর্ষে। তবে এক্ষেত্রে নাবালিকা গর্ভাবস্থায় ২৪ সপ্তাহে পৌঁছে যাচ্ছিল। কিন্তু তার অভিভাবক কেউই সাক্ষর করছিল না। এদিকে, এরপর গর্ভপাত করালে নাবালিকার শারীরিক জটিলতা দেখা দিতে পারে। সেই কারণে এমন সিদ্ধান্ত নিল দিল্লি হাইকোর্ট। সূত্রের খবর, দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা শিশু কল্যাণ কমিটি দ্বারা নিযুক্ত নির্মল ছায়া কমপ্লেক্সের সুপারিন্টেন্ডন্টকে গর্ভপাত সংক্রান্ত অনুমতি পত্রে সাক্ষর করার অনুমতি দিয়েছেন।