দেশ

Arvind Kejriwal : দিল্লি হাইকোর্টে মিলল না স্বস্তি, আবগারি মামলায় রক্ষাকবচ পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

আদালতে স্বস্তি মিলল না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি মামলায় ইডি যাতে তাঁর বিরুদ্ধে কোনও ‘কঠোর পদক্ষেপ’ না করে, সেই আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে তাঁর আবেদনে সাড়া দিল না আদালত। যার ফলে আবগারি মামলায় চাপে পড়লেন আপ প্রধান। এর আগে আবগারি মামলায় মোট ৯ বার কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। তার মধ্যে ৮ বারই হাজিরা এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবারই ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি হাজিরা না দিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। আদালতে ইডির পক্ষের আইনজীবী এসভি রাজু বলেন, ‘‘বার বার ডাকার পরেও হাজিরা দেননি কেজরিওয়াল।’’ আবগারি মামলায় বিআরএস নেত্রী কে কবিতাকে দিন কয়েক আগেই গ্রেফতার করেছে ইডি। বর্তমানে আদালতের নির্দেশে ইডি হেফাজতে রয়েছেন তিনি। কবিতা ছাড়াও এই মামলায় এখনও পর্যন্ত আপের দুই প্রবীণ নেতা সিসৌদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ গ্রেফতার হয়েছেন। রয়েছেন তিহাড় জেলে।