জেলা

৪ জেলার জন্য ১২ জন আইএএসের নাম কমিশনে পাঠাচ্ছে রাজ্য

আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও বীরভূমের জেলাশাসককে অবিলম্বে সরাতে হবে। সূত্রের খবর, ওই চার জেলার জেলাশাসকেরা কেউই আইএএস ক্যাডারের অফিসার নন। তাঁরা ডব্লুবিসিএস আধিকারিক। সেই কারণেই ওই চার জেলাশাসককে সরাতে নির্দেশ দেয় কমিশন। তাঁদের জায়গায় এবার কারা দায়িত্ব সামলাবেন? সেই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনে ১২ জন আইএএসের নাম পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ওই ১২ জন আধিকারিকের মধ্যে কমিশন চারজনকে বেছে উক্ত চার জেলার জেলাশাসক করবেন বলে জানা গিয়েছে।