কলকাতা

দিল্লি হাইকোর্টের ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ৯ জানুয়ারি পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি

ফের স্বস্তি গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের। আপাতত তাঁকে দিল্লি নিয়ে যেতে পারছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। রাউস অ্যাভিনিউ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। বুধবার দিল্লি হাইকোর্টের বিচারপতি যশমীত সিং জানিয়েছেন, আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হচ্ছে। ওই দিন পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে আসা যাবে না। দিল্লি হাইকোর্টের রায়ে এদিন বড়সড় ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।