দেশ

দিল্লি হাইকোর্টে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি মামলার শুনানি বুধবার

ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দ্রুত শুনানির আবেদন করলেও আদালত তাঁর আবেদন অগ্রাহ্য করেছিল। তবে বুধবার কেজরিওয়ালের করা মামলার শুনানি হবে দিল্লি হাই কোর্টে। আপের প্রধানকে ২১ মার্চ গ্রেপ্তার করা হয়। ২৮ মার্চ পর্যন্ত তাঁর ইডি হেফাজতের মেয়াদ রয়েছে। কেজরিওয়াল এরপরই হাই কোর্টে তাঁর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে মামলা করেন। তবে হোলির জন্য আদালত বন্ধ থাকায় এই মামলার শুনানি পিছিয়ে যায়। বুধবার এই মামলার শুনানি হবে বলেই জানতে পারা গিয়েছে। প্রসঙ্গত, এই হাই কোর্ট তাঁকে সুরক্ষা দিতে অস্বীকার করার পরই কেজরিওয়ালের বাড়িতে যায় ইডি। দুঘন্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করে ইডি।