দেশ

অবশেষে চাপে পড়ে দিল্লিবাসীর বিদ্যুৎ-ভর্তুকির ফাইলে সই করলেন উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনা

অবশেষে চাপে পড়ে বিদ্যুতের জন্য ভর্তুকির ফাইলে সই করলেন দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনা । রাজধানীর ৪৬ লাখ পরিবারের বিদ্যুতের বিলে ভর্তুকি দেয় আপ সরকার। সেই ভর্তুকির মেয়াদ বাড়ানোর জন্য উপরাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে ফাইল পাঠিয়েছিল আপ সরকার। ২০২৩-২৪ সালের জন্য বিদ্যুতে ভর্তুকির মেয়াদ বাড়ানোর জন্য দিল্লির সরকার বাজেট বরাদ্দ করেছে। ফাইলও পাঠানো হয় উপরাজ্যপালের অফিসে। কিন্তু ভিকে সাক্সেনা সেই ফাইলে সই না করায় দিল্লির বিদ্যুৎমন্ত্রী অতিসী সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, উপরাজ্যপাল সই না করায় ভর্তুকি ১৪ এপ্রিল থেকে শেষ হয়ে যাচ্ছে। দিল্লির ৪৬ লাখ পরিবার আর ভর্তুকি পাবেন না বলে জানিয়ে দেন তিনি। কিন্তু বিদ্যুৎমন্ত্রীর সেই ঘোষণার পর চাপে পড়ে তড়িঘড়ি বিলে সই করে পাঠিয়ে দিলেন উপরাজ্যপাল। ফলে আগে যেরকম ভর্তুকি পেতেন রাজধানীবাসী সেই সুবিধা তাঁরা পাবেন। শুক্রবার দিল্লির উপরাজ্যপালের অফিসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘উপরাজ্যপালের বিরুদ্ধে অপ্রয়োজনীয় রাজনীতি ও ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বিদ্যুৎমন্ত্রীকে। তাঁর উচিত মিথ্যা বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করা… ১৩ এপ্রিল চিঠি লিখে আজ সংবাদ সম্মেলন করে নাটক করার কী দরকার?’