জেলা

জাহাঙ্গিরপুরীতে হিংসা ছড়িয়ে তমলুকে থেকে গ্রেপ্তার মূল চক্রী

 অবশেষে দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনার মাস্টারমাইন্ড। বৃহস্পতিবার বিকেলে দিল্লি পুলিশের বিশেষ সেল তমলুক থেকে এই ঘটনার মাস্টারমাইন্ড ফরিদ শেখ ওরফে নিতুকে গ্রেপ্তার করে। দিল্লির জাহাঙ্গিরপুরীর ঘটনায় মূল চক্রী হিসেবে তার নাম উঠে আসে। হিংসায় মদত দেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। জাহাঙ্গিরপুরীতে হিংসা ছড়ানোর পর যখন পুলিশ কড়া পদক্ষেপ করে, ঠিক সেসময় থেকেই বেপাত্তা ছিল ফরিদ। তার খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালায় দিল্লি পুলিশের বিশেষ সেল। এরপর তমলুকে কাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ফরিদকে। এদিনই তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে। পুলিশ সূত্রে খবর, ফরিদ শেখ ওরফে নিতু এই হিংসার ঘটনার মূল চক্রী।