দেশ

আজ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করতে পারে দিল্লি পুলিশ

 ভারতী কুস্তিফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে চার্জশিট পেশ করার সম্ভাবনা রয়েছে দিল্লি পুলিশের। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে বৈঠকের পরই তাঁদের আশ্বাস দিয়েছিলেন ১৫ জুন ব্রিজভূষণের বিরুদ্ধে আদালতে চার্জশিট করা হবে। উল্লেখ্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত ৭ জুন। তারপরই আন্দোলনরত কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষি মালিকরা তাঁদের আন্দোলন প্রত্যাহার করেছিলেন ১৫ জুন অবধি। এই বিষয়ে তদন্তকারী দল পাঁচটি দেশের কুস্তি ফেডারেশনের কাছে সিসিটিভ, ফুটেজ, ফটো পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর গত শুক্রবার দিল্লি পুলিশের তদন্তকারী মহিলা অফিসাররা অভিযোগকারী কুস্তিগীরদের সঙ্গেও আলাদাভাবে এই বিষয়ে কথা বলেন। এবং তাঁকে কুস্তি ফেডারেশনের অফিসেও নিয়ে যাওয়া হয়। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন মহিলা তদন্তকারী অফিসাররাও ছিলেন। প্রসঙ্গত, ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়িতেই কুস্তি ফেডারেশনের অফিস রয়েছে। প্রথমে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার নীরব থাকলেও, ধীরে ধীরে তাদের ক্রমশ চাপ বাড়তে থাকার ফলেই বর্তমানে ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছে কেন্দ্রীয় সরকার। কেননা ২০২৪-এর লোকসভা নির্বাচন রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ইস্যুতে উত্তর ভারতের বিস্তীর্ণ রাজ্যগুলিতে একটা বড় ধাক্কা খেতে পারে নরেন্দ্র মোদির সরকার। তাই অবিলম্বে তাঁর মাথার ওপর থেকে ক্রমশ হাত তুলে নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সেই মোতাবেকই প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে ক্রীড়ামন্ত্রী আলাদাভাবে আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে বৈঠক করেন। আর তারপরই তাঁরা ক্রমশ দূরত্ব বাড়াতে থাকেন ব্রিজভূষণের সঙ্গে। এখন দেখা যাক শেষ পর্যন্ত বৃহস্পতিবার দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারে কি না।