জেলা

আদিবাসীদের ডাকে ১২ ঘণ্টার ভারত বনধ এবং রেল অবরোধ, নাকাল নিত্যযাত্রীরা

আগামী ৮জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিন। সেই নির্বাচনের জন্য এদিনই মনোনয়ন দাখিলের শেষ দিন। অথচ এই দিনেই ভারত বনধ ডেকে বসে আছে আদিবাসী সেঙ্গেল অভিযান নামের একটি সংগঠন। মোট ৬ দফা দাবিতে বৃহস্পতিবার ভারত বনধের ডাক দিয়েছে এই সংগঠনটি। এই দাবিগুলির মধ্যে অন্যতম হল কুড়মিদের আদিবাসী মর্যাদা না দেওয়া। এই বনধের জেরে রাজ্যের সামগ্রিক জনজীবনে সে ভাবে প্রভাব না পড়লেও রাজ্যের বেশ কিছু জেলায় তার প্রভাব পড়েছে। কেননা ওই সব জেলায় বনধের সমর্থকেরা রাস্তা ও রেল অবরোধ(Road and Rail Block) শুরু করেছেন। আর তাতেই ভোগান্তির মুখে পড়েছেন হাজার হাজার মানুষ। একই সঙ্গে চিন্তা হয়ে দেখা দিয়েছে, এই অরোধের জেরে অনেকেই রাস্তায় হয়তো আটকে যাবেন ও তাঁদের মনোনয়ন দাখিল করতে পারবেন না।