দেশ

টানা চারদিন ভারি বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ভেঙে পড়ল একাধিক বাড়ি

শনিবারেও ভারি বৃষ্টিতে নাজেহাল দিল্লি। এই নিয়ে টানা চারদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে দিল্লি জুড়ে। একাধিক ব্যস্ত রাস্তায় জল জমে যানজটের সৃষ্টি হচ্ছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের। দিল্লি প্রশাসন সূত্রে খবর, শনিবার একনাগাড়ে বৃষ্টির জন্য জল জমার অন্ততপক্ষে ২০টি অভিযোগ পাওয়া গিয়েছে। বহু এলাকায় গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎহীন কয়েকটি এলাকা। রোহতক রোড, ফতেহ সিং মার্গ, কাকরোলা রোডে জল জমে যান চলাচল ব্যাহত। অন্যদিকে আজ দুপুরে উত্তর-পশ্চিম দিল্লির মডেল টাউন এলাকায় একটি তিনতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতে চাপা পড়েন অনেকে। তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গতকাল জাহাঙ্গীরনগরে ধসে যাওয়া বাড়ির নীচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছিল। মৌসম ভবন সূত্রে খবর, একটানা বৃষ্টিতে দিল্লিতে পারদ নিম্নমুখী। রবিবার দিনভর মেঘলা আকাশ থাকবে। মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।