দেশ

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ৪ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ আদালতের

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-র গ্রেফতারি নিয়ে সোমবার, সারাদিন উত্তাল রাজধানীর রাজ্য রাজনীতি। দিল্লির রাস্তায় আম আদমি পার্টির কর্মী-সর্মথকরা বিক্ষোভে দাপিয়ে রাখলেন। সপ্তাহের প্রথম কাজের দিনে আপ সমর্থকদের রাস্তা আটকে বিক্ষোভে ভোগান্তিতে পড়েন নিত্য যাত্রীরা। এদিকে, গতকাল রবিবার সন্ধ্যায় দীর্ঘ জেরার পর গ্রেফতারের পর মণীশ সিসোদিয়াকে এদিন সন্ধ্যায় দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়। সিবিআইয়ের আইনজীবীর আবেদন মেনে মণীশ সিসোদিয়াকে ৪ মার্চ পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। মদের দোকানের লাইসেন্সে অবৈধভাবে অর্থ পাওয়ার অভিযোগ ওঠা মণীশ সিসোদিয়াকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বেই তাঁকে হেফাজতে রাখতে চেয়েছিল সিবিআই।