জেলা

লোকাল ট্রেন চালু সহ একাধিক দাবিতে শান্তিপুর স্টেশনে বিক্ষোভ

🟢 অবিলম্বে ট্রেন, বাস চালু করতে হবে
🟢
খুলতে হবে স্কুল ও কলেজ
🟢
টিকা নেওয়া কোনওভাবেই বাধ্যতামূলক করা যাবে না

লকডাউন তুলে দেওয়া হোক। অবিলম্বে চালু করা হোক লোকাল ট্রেন, বাস এর মতো গণপরিবহন। খোলা হোক স্কুল-কলেজ। একাধিক দাবি নিয়ে শনিবার নদিয়ার শান্তিপুর স্টেশনে বিক্ষোভ দেখালেন নাট্যকর্মী, বুদ্ধিজীবী, কলেজ পড়ুয়া সহ বিভিন্ন স্তরের মানুষ। ‘‌শান্তিপুর জন উদ্যোগ’‌-এর পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ট্রেন, বাস চালু করতে হবে। খুলতে হবে স্কুল ও কলেজ। টিকা নেওয়া কোনওভাবেই বাধ্যতামূলক করা যাবে না। বাধ্যতামূলক করার চেষ্টা হলে তাঁরা আদালতে যেতে রাজি আছেন। সংস্থার অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে লকডাউন করে মধ্যবিত্তকে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ‘‌স্পেশাল ট্রেনে যাতায়াত করছেন রেলকর্মী সহ একশ্রেণীর লোকজন। তাতে করোনা ছড়াচ্ছে না। অথচ দিনের পর দিন গণপরিবহন বন্ধ রেখে নিম্নবিত্ত ,মধ্যবিত্ত মানুষকে পুরোপুরি মেরে ফেলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে।