রাজ্যের ডেঙ্গি সংক্রান্ত ‘হটস্পট’ এলাকা ক্রমশই বাড়ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি এই চার জেলায় হটস্পট ক্রমশই বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন ও স্বাস্থ্য দফতর। তার জন্যই আজ তড়িঘড়ি জোড়া বৈঠক ডাকা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে হটস্পট ধরে ধরে কথা বলবে নবান্নের শীর্ষ কর্তারা। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা এই চার জেলার জেলাশাসকদের ডেকে পাঠানো হল নবান্নে। আজ সোমবার সকাল ১১’টা থেকে এই চার জেলার সঙ্গে হবে বৈঠক। বেলা বারো’টা থেকে সব জেলার সঙ্গে ভার্চুয়াল বৈঠক ডাকা হল রাজ্যের তরফে। সব জেলার জেলাশাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে এই বৈঠকে।