বিনোদন

প্রকাশ্যে পরিণীতি-রাঘবের বিয়ের ছবি, দেখুন অ্যালবাম

রাজস্থানের উদয়পুরে এক বৃহৎ জলাশয়ের পাশে রাজা ও রানির মতো একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রাঘব চড্ডা এবং পরিণীতি চোপড়া। জীবনের সেই বিশেষ মুহূর্তের ছবি ইন্সট্রাগ্রামে শেয়ার করে নেন অভিনেত্রী। নতুন রূপে ধরা দিলেন নববধূ পরিণীতি। নায়িকা মুখে প্রাণখোলা হাসি, পরনে আইভরি রঙের লাহেঙ্গা, গলায় জমকালো হার। অন্যদিকে, সাদা পোশাকে রাঘব। রাজকীয় বিয়ের পর নাকি তারকাদম্পতি এলাহি ব্যবস্থাপনায় রিসেপশনের আয়োজন করেছেন। শোনা গিয়েছে, দিল্লি এবং মুম্বইতে দু’টি রিসেপশন হবে। রাজনীতি এবং বিনোদন জগতের ব্যক্তিত্বদের নিমন্ত্রণ জানিয়েছেন তাঁরা।