করোনা নিয়ে আতঙ্কের মধ্যেই আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে ডেঙ্গি নিয়ে উদ্বেগ। ইতিমধ্য়েই দক্ষিণ দমদম ও বরানগরে ডেঙ্গি আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। বরানগর পুরসভার মোট ৮টি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ বেশি। যারমধ্যে রয়েছে ১৭, ১৮, ১৯, ১৫, ২৫, ০৩, ১ এবং ৪ নম্বর ওয়ার্ড। গত বছর নভেম্বর মাসে যেখানে এই এলাকায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৩৩, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে বসিন্দাদের মধ্যে। উদ্বেগে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরও। ডেঙ্গির প্রকোপ বাড়ার জন্য এলাকায় জমা জল এবং অপরিচ্ছন্নতাকেই দায়ী করছেন বাসিন্দারা। যদিও পুরসভার পক্ষ থেকে ডেঙ্গি আক্রান্ত এলাকায় মশা মারার তেল এবং ডেঙ্গি প্রতিরোধকারী ওষুধ দেওয়া হচ্ছে। বরানগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অঞ্জন পাল নিজে মশাবাহিত তেলের মেশিন নিয়ে গোটা এলাকায় স্প্রে করেন। তিনি অবশ্য দাবি করেছেন যে, আক্রান্তের সংখ্যা অনেক কমে গিয়েছে।বরানগরের পাশাপাশি, শহরতলির দক্ষিণ দমদমেও ডেঙ্গি ছড়াচ্ছে। গত সপ্তাহে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৩১। সেখানে এই সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬-তে।


