আবহাওয়া দফতরের পূর্বাভাসই সত্যি হল। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় হামুন। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ‘হামুন’। নামটি ইরানের দেওয়া। এর অর্থ সমতল ভূমি বা পৃথিবী। ওই ঝড় এগোবে উত্তর ও উত্তরপূর্ব দিকে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুই ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ে রপান্তরিত হওয়ার পর হামুনের গতিপথ হবে উত্তর ও উত্তরপূর্ব দিকে। ফলে এর বেশিরভাগ প্রভাব পড়বে বাংলাদেশের উপরে। আগামী ২৫ তারিখ সন্ধেয় এটি আছড়ে পড়বে বাংলাদেশ উপকূলে। পরিস্থিতির কথা মাথায় রেখে চট্টগ্রাম, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে চার নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে