দক্ষিণবঙ্গে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। তার জেরে দিনভরই চলছে হালকা থেকে মাঝারি বর্ষণ। মাঝে ২ এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। গত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলছে। সপ্তাহান্তে বাড়বে বৃষ্টির দাপট। শনি এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। সেই নিম্নচাপের কারণেই শনি এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। একুশে জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ‘ওয়াইড স্প্রেইড রেইন’-এর পূর্বাভাস। কলকাতায় মূলত মেঘলা আকাশ; কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। পশ্চিমের এই জেলাগুলি-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বছর বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও এক টানা নিবিড় বৃষ্টির আশঙ্কা। অন্যদিকে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির দাপট কমলেও শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দাপট। অর্থাৎ সপ্তাহান্তে বর্ষার ফিল উপভোগ করতে পারবেন শহরবাসী।। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।