কলকাতা

দমদম স্টেশনে লাইনচ্যুত লোকাল ট্রেন

 দমদম স্টেশনে লাইনচ্যুত লোকাল ট্রেন। শনিবার সকালে দমদম স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ডাউন কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা গেছে এদিন, দমদমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয় ডাউন কল্যাণী–মাঝেরহাট লোকাল ট্রেন। দুর্ঘটনার ফলে কামরার মাঝের দিকের দুটো চাকা লাইন থেকে নেমে যায় বলে খবর। শনিবার প্রায় দশটা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেল আধিকারিকরা। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি। ট্রেনের গতিবেগ কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেল। রেল সূত্রে খবর, দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পর পাঁচ নম্বর বগির চাকা লাইনচ্যুত হয়। ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। লাইন মেরামতিতে বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা। যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। ট্রেনটিকে কারশেডে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় দু’‌ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।