বিদেশ

সেনাপ্রধানের আশ্বাসের পরেও হোটেলে আগুন লাগিয়ে দিল উন্মত্ত জনতা, জীবন্ত দগ্ধ বিদেশি সহ ২৪

সেনাপ্রধানের আশ্বাসের পরেও হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশ জুড়ে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনও লক্ষণ নেই৷ বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এরই মধ্যে বিক্ষোভকারীদের হামলায় মর্মান্তিক ঘটনা ঘটল বাংলাদেশের যশোর জেলায়৷ সোমবার বিকেল চারটে নাগাদ যশোরে আওয়ামি লিগের এক নেতার হোটেলে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা৷ অগ্নিকাণ্ডের জেরে হোটেলের ভিতরে আটকে গিয়ে জীবন্ত দগ্ধ হন অন্তত ২৪ জন৷ মৃতদের মধ্যে অধিকাংশই ওই হোটেলের আবাসিক ছিলেন৷ এই ঘটনায় ইন্দোনেশিয়ার একজন নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে খবর৷ স্থানীয় সাংবাদিক এবং সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই দাবি করেছে, যশোরে আওয়ামি লিগ নেতা শাহিন চাকলাদারের হোটেলে বিকেল চারটে নাগাদ আগুন ধরিয়ে দেওয়া হয়৷ রাত ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে৷ হোটেলের পানশালা সহ বিভিন্ন অংশ থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়৷ কের পর এক থানায় আগুন, ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে এসেছে। একদিনের সংঘর্ষেই অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।