কলকাতা

জল্পনার মধ্যেই মমতা-অভিষেকের সঙ্গে বৈঠক দেব-এর

আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না

আজ কয়েক ঘণ্টার ব্যবধানে তৃণমূলের তারকা সাংসদ দেব বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সূত্রের খবর, শেষ পর্যন্ত লোকসভা ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন দেব। মমতা এবং অভিষেক, দুজনকেই তারকা সাংসদ জানিয়েছেন দল যেখানে দাঁড়াতে বলবে সেখানেই তিনি দাঁড়াবেন। মনে করা হচ্ছে, অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটতে চলেছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এ দিন হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে যান দেব৷ হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিককদের প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘এর আগের দিনও আমি বলেছিলাম যে, আমি চাইলেই যে বেরিয়ে যাব, বা ভোটে দাঁড়াবো না, সেটা হবে না৷ দিদির মতামতও খুব গুরুত্বপূর্ণ৷ তবে আজকে একটা কথাই বলব, ‘আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না’। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে সংবাদমাধ্যমে দেব বলেছিলেন, ২০২৪ সালের ভোটে না-ও দাঁড়াতে পারি। তবে সবটাই নির্ভর করছে দিদির উপর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেবের কিছু পোস্টও হরেক জল্পনার জন্ম দিয়েছে। দুদিন আগেই লোকসভায় নিজের আসনের ছবি দিয়ে দেব ইঙ্গিতপূর্ণ ভাবে লেখেন, আজই শেষ। আর কয়েক ঘণ্টা। আর সংবাদমাধ্যমে সাংসদ বলেন, আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার হৃদয়ে থাকবে চিরকাল। টানা দশ বছর সাংসদ হিসেবে কাজের সুযোগ করে দেওয়ায় তিনি মমতাকে ধন্যবাদও জানান। তারই মাঝে দিন চারেক আগে ঘাটাল কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা দেন।