জেলা

সাসপেন্ডের পর গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দার

সন্দেশখালিতে অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দার। জুলুমবাজি, মারধর, জমি দখল-সহ একাধিক অভিযাগ ছিল তার বিরুদ্ধে। এনিয়ে চাপ বাড়াচ্ছিল বিজেপি। প্রথমে তাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল। তারপর এই গ্রেফতার। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিংকেও। উত্তমের গ্রেফতারির দাবিতে গত তিনদিন ধরে উত্তাল ছিল সন্দেশখালি। গত কয়েকদিন ধরেই এলাকায় পোল্টি ফার্মে আগুন দেওয়া, বাগানবাড়িতে আগুন দেওয়া, স্থানীয় মানুষজনের উপরে অত্যাচারের ঘটনা ঘটছিল। এনিয়ে উত্তপ্ত ছিল সন্দেশখালি। শনিবার সন্ধেয় সন্দেশখালি থানার পুলিস উত্তর ২৪ পরগানার জেলা পরিষদের নেতা উত্তম সর্দারকে গ্রেফতার করে। গত ৪৮ ঘণ্টা ধরে লুকিয়ে বেড়াচ্ছিলেন উত্তম সর্দার। তৃণমূল নেতা শিবু হাজরার পোল্ট্রি ফার্ম, তার বাগানবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিংকে গ্রেফতার করেছে পুলিস। আগামিকাল দুজনকেই বসিরহাট আদালতে তোলা হবে। গত তিন দিন ধরে স্থানীয় মানুষজন বিক্ষোভে ফেটে পড়ে শেখ শাহাজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে। ওই গ্রেফতার নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, পশ্চিমবঙ্গের প্রশাসন যে নিরপেক্ষভাবে কাজ করে তার প্রমাণ এই গ্রেফতারি। দলও উত্তমকে সাসপেন্ড করেছিল। আরাবুল, পার্থ চট্টেপাধ্যায় কাউকেই রেয়াত করে না। তৃণমূল কংগ্রেস তো গ্রেফতার করে। আর বিজেপি তো ধর্ষকদের নিয়ে আইটি সেল চালায়। বেনারস বিশ্ববিদ্যালয়ে যারা ধর্ষণ করল তাদের নিয়ে অমিত মালব্য আইটি সেল চালাচ্ছে। একটা বিজেপি বা সিপিএম নেতা দেখান যিনি অন্যায়ের সঙ্গে যুক্ত আর দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।