জেলা

 লমেট মাথায় পরে বাইকে চড়ে ভোট পরিদর্শনে দেব

লমেট মাথায় বাইকে চড়ে ভোট পরিদর্শনে দেব। একজন দায়িত্ববান জনপ্রতিনিধির মত তৈরি করলেন উদাহরণ। দেবের কথায়, “জনপ্রতিনিধিকেই প্রথম নিয়মটা মানতে হবে। জনপ্রতিনিধি যদি উদাহরণ তৈরি করতে না পারে, তাহলে কী হবে।”  বাইকে থেকে বুথে ঢোকামাত্র দেবকে ঘিরে সাধারণ মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। থের মধ্যে হুইলচেয়ারে বসে থাকা এক ভোটারকে দেখে তার কাছে গিয়ে কথা বলেন দেব। এমনকি প্রথম ভোটারদের সেলফির আবদারও মেটান।  দেব বলেন, “যে অভিযোগ-ই আসছে, তা আমি ভালোবাসা দিয়ে সমাধানের চেষ্টা করছি।”