কলকাতা

‘এনামূলকে চিনি না, কোনওদিন কোনও আর্থিক লেনদেন হয়নি’, জানালেন দেব

 প্রায় দীর্ঘ ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে বিকেল ৪টে ৬মিনিট নাগাদ কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে বেরিয়ে এলেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। তারপর সাংবাদিকদের জানান, তিনি এনামুল হককে চেনেন না । এমনকি এনামুল হকের কাছ থেকে কোনও রকমের উপহারও তিনি কখনও নেননি ৷ কিন্তু কেন এতক্ষণ ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হল সেই ব্যাপারে অবশ্য মুখ খুলতে চাননি অভিনেতা ৷ বরং এই বিষয়টা সিবিআই-কে জিজ্ঞাসা করা উচিত বলে জানান দেব। মোট দুটি পর্যায়ে দেবকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের আধিকারিকরা ৷ প্রথম পর্যায়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসার ৷ দ্বিতীয় রাউন্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি পদমর্যাদার এক সিবিআই আধিকারিক । বিশেষ কিছু প্রশ্নের উত্তর দেব এড়িয়ে গিয়েছেন বলেই দাবি করা হয়েছে । সিবিআই সূত্রের খবর, প্রয়োজনে ফের তাঁকে ডাকা হতে পারে । সাংসদকে জিজ্ঞাসাবাদ করার জন্য আগে থেকেই দু’জনের একটি বিশেষ দল গঠন করেছিলেন সিবিএস তদন্তকারী আধিকারিকরা । জিজ্ঞাসাবাদের পর সমস্ত বয়ান নথিভূক্ত করা হবে এবং মিলিয়ে দেখা হবে আগের সাক্ষ্য-প্রমাণের সঙ্গে । সে ক্ষেত্রে যদি কোনও সংশয় থাকে তাহলে ফের দেবকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা ।