দেশ

আজ বুদ্ধ পূর্ণিমায় হরিদ্বারের ঘাটগুলিতে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়

আজ বুদ্ধ পূর্ণিমা ৷ এই পুণ্য তিথি উপলক্ষে গঙ্গায় স্নান করতে দেশের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছেন হরিদ্বারে ৷ কথিত আছে, এই দিনে ভগবান বিষ্ণু গঙ্গার জলে অবস্থান করেন । এই কারণে বুদ্ধ পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে । তাই আজ হরিদ্বারের হর কি পৌরি-সহ বিভিন্ন গঙ্গার ঘাটে পবিত্র ডুব দিয়ে প্রার্থনা সারছেন পুণ্যার্থীরা ৷ এর ফলে গঙ্গার ঘাটগুলিতে উপচে পড়েছে ভিড় ৷ বুদ্ধ পূর্ণিমায় ভক্তদের স্নানকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসনও । সোশাল মিডিয়া পোস্টে উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, বুদ্ধ পূর্ণিমা স্নান উৎসব উপলক্ষে হরিদ্বার হর কি পৌরি-সহ সমস্ত গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের বিশাল ভিড় জমেছে । মানুষ যাতে সুশৃঙ্খলভাবে গঙ্গাস্নান করে তাদের গন্তব্যে চলে যায় তা নিশ্চিত করার সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে ৷ গাড়োয়াল রেঞ্জের আইজি করণ সিং নাগন্যাল বলেন, “বুদ্ধ পূর্ণিমায় স্নান করতে গঙ্গার ঘাটে বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় হবে ৷ তাই তার আগে বুধবার হার কি পাউরি ঘাটের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে । রাত 1টা থেকে আমরা আমাদের কাজ শুরু করেছি ৷ ঘাটে যারা ঘুমোচ্ছিলেন তাদের জাগিয়ে দিয়ে অন্যত্র সরিয়ে গঙ্গাস্নানের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ভিড় সামলাতে পুলিশ মোতায়েন রয়েছে । গঙ্গা আরতি শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷” বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের আগমনের পরিপ্রেক্ষিতে পুলিশে-পুলিশে ছয়লাপ হরিদ্বার । মেলাকে সাতটি জোন ও ১৯টি সেক্টরে ভাগ করে পুলিশ মোতায়েন করা হয়েছে ।