কলকাতা

জামিন পেলেন সারদা মামলার অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের

সারদা মামলায় বড়সড় মোড়। জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। আজ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে জামিন পান দেবযানী। সারদা মামলায় আর্থিক তছরুপের অভিযোগে সুদীপ্ত সেনের সঙ্গেই গ্রেফতার করা হয় দেবযানীকে। সেই মামলায় এতদিন বাদে জামিনে ছাড়া পেলেন দেবযানী। তবে জানা গিয়েছে, শুধুমাত্র কলকাতায় থাকা সমস্ত মামলার হাত থেকে রেহাই পেয়েছেন দেবযানী। তাঁর বিরুদ্ধে এখনও অসম ও ওড়িশায় মামলা রয়েছে, সেগুলি চলছে। গত ১৬ জুন কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, সারদা সংক্রান্ত দেবযানীর বিরুদ্ধে কলকাতায় যেসব মামলা রয়েছে সবকটির শুনানি শেষ। আর সেই কারণেই আজ রায়দান করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গত ১৫ জুন এই সংক্রান্ত মামলা নিয়ে শুনানি শুরু হলে তা পিছোতে বলে সিবিআই-এর আইনজীবি। কিন্তু তাতে বিরক্ত হয়ে তাঁদের আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আজ শনিবার তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তবে কলকাতার বাইরে থাকা মামলা গুলি থেকে এখনই নিষ্পত্তি পাচ্ছেন না দেবযানী।