রাত পোহালেই মহরম। অন্যের অসুবিধা না করে উৎসব পালন করুন। রাজ্য়জুড়ে শান্তিতে ধর্মীয় উৎসব পালনের বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শান্তি বজায় রাখতে প্রশাসনও কোমর বেঁধে তৈরি বলে জানিয়েছেন সদ্য় দায়িত্ব নেওয়া রাজীব কুমার। মুখ খুললেন গণপিটুনি, কুলতলির সুড়ঙ্গ উদ্ধার নিয়েও। ডিজির বললেন, “আমাদের যে স্লোগান ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এটা মাথায় রেখে সবাই উৎসব পালন করুন।” রাজীব কুমারের বার্তা, “মহরম ও উল্টোরথ-সহ বিভিন্ন উৎসবে সবাই পালন করুন। কিন্তু অন্যের সমস্যা বা অসুবিধা যেন না হয়, সেটা খেয়াল রাখবেন। পুলিশ, প্রশাসন সবরকমভাবে প্রস্তুতি সেরে রেখেছে।” রাজ্যে একের পর এক জনরোষের ঘটনা ঘটছে। গণপিটুনিতে প্রাণ গিয়েছে বেশ কয়েক জনের। এদিন এনিয়ে প্রশ্ন করা হলে ডিজির সাফ বার্তা, “আইন হাতে নেওয়ার কোনও সুযোগ কাউকে দেওয়া হবে না।” সাংবাদিক সম্মেলনে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দুষ্কৃতী সাদ্দাম সর্দারের বাড়ির নিচে সুড়ঙ্গ উদ্ধার নিয়েও প্রশ্ন করা হয়। প্রশ্ন ছিল, রাজ্যের একের পর এক অপরাধমূলক ঘটনা কি গোয়েন্দা ব্যর্থতা? জবাবে রাজীব বলেন, “আমেরিকার হামলার ঘটনাটিকে কি ইনটেলিজেন্স ফেইলিওর বলবেন? কিছু ঘটনা ঘটে যায়।” এর পরই তাঁর সংযোজন, “মূল বিষয় হল ঘটনাকে কীভাবে মোকাবিলা করা হচ্ছে সেটা দেখা। কোনও সিস্টেমই ১০০ শতাংশ নিশ্ছিদ্র নয়। যে সুড়ঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে সেটা নিয়ে উত্তেজনা ছড়ানোর প্রয়োজন নেই, তেমনি আমরা এই বিষয়টিকে ছোটো করেও দেখছি না।” এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা বলেন, “এটা একরকম চিটিং র্যাকেট। কত বড় বিষয় সেটা এখনই বলা সম্ভব নয়, আমরা তদন্ত করে দেখছি।”