দেশ

নাকের নীচে মাস্ক দেখলেই ধরবে পুলিশ, বিমানবন্দরে কোভিড বিধি ভাঙলেই কড়া ব্যবস্থা, নির্দেশিকা জারি করল ডিজিসিএ

বিমানবন্দরে সোশ্যাস ডিস্টেন্সিং মানার বালাই নেই। তার ওপর মাস্কটাও ঠিকঠাক করে পরছেন না যাত্রীরা। একেই দেশে করোনা সংক্রমণ বেড়ে চলছে, তার মধ্যে বিমানে ওঠানামা করছেন যে যাত্রীরা তাঁরা একেবারেই কোভিড প্রোটোকল মানছেন না। এসব দেখেই এবার কড়া গাইডলাইন চালু করেছে ডিজিসিএ। আজ একটি সার্কুলার জারি করে ডিজিসিএ বলেছে, বিমানবন্দরে বেশিরভাগ যাত্রীই কোভিডের বিধিনিষেধ মানছেন না। বিমানবন্দরে ঢোকার পরে ঠিক করে মাস্ক পরছেন না। বিমানবন্দরে পারস্পরিক দূরত্ব মেনে চলছেন না কেউই। এমনকি বিমান ওঠার পরেও যে শারীরিক দূরত্বে বিধি মেনে চলার কথা, তাও মানছেন না অনেকে। কোভিড প্রোটোকল মেনে ঠিক যেভাবে মাস্ক পরতে বলা হয়েছে তা করছেন না যাত্রীরা। অনেকেরই মাস্ক নাকের নীচে ঝুলছে। যাত্রীদের এমন বেপরোয়া মনোভাব বরদাস্ত করা হবে না।