দেশ

মাস্কহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল ডিজিসিএ

দেশের বহু জায়গায় করোনা ফের মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে উড়ান সংস্থাগুলিকে বিমান যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করতে বলল ডাইরক্টোরেট অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। যদি কোনও যাত্রী মাস্ক না পরেন তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে উড়ান নিয়ন্ত্রক সংস্থা। লক ডাউনের পর উড়ান চালু হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল প্রতিটি উড়ান সংস্থার তরফ থেকে। সেই সময় প্রতিটি যাত্রীকে বিশেষ সেফটি কিট বিনামূল্যে তুলে দিত সব উড়ান সংস্থা। এর মধ্যে ছিল মাস্ক, ফেস শিল্ড এবং স্যানিটাইজার। বিমান বন্দরে একটি আসন ফাঁকা রেখে বসতে হত যাত্রীদের। এমনকী, বিমানে মাঝের সিটের যাত্রীদের দেওয়া হত পিপিই কিট। বেশ কিছুদিন এই নিয়ম বলবৎ ছিল। তারপর করোনার বাড়বাড়ন্ত কমতেই ফের আগের নিয়মে ফিরে আসে উড়ান সংস্থাগুলি। কোভিড বিধি শিকেয় ওঠে। বর্তমানে বিশেষজ্ঞদের মতে, দেশে কোভিডের চতুর্থ ঢেউ চলছে। রাজধানী দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে করোনা উদ্বেগজনক ভাবে বাড়ছে। এই পরিস্থিতিতে করোনায় রাশ টানতে বিমান যাত্রীদের জন্য ফের কড়াকড়ির রাস্তায় হাঁটতে চলছে ডিজিসিএ। তাই যাত্রীদের মাস্ক পরা সহ অন্যান্য কোভিড বিধি মানতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হল উড়ান সংস্থাগুলিকে।