কলকাতাঃ এবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকুরিয়া ব্রিজ বন্ধ করতে চলেছে কেএমডিএ। আজ রাত ১০টা থেকে আগামী ২৭ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করবে না। সব গাড়ি গোলপার্ক এবং যাদবপুর থানার সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এর আগে বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছিলেন, ঢাকুরিয়া ব্রিজের নীচে ইঁদুর গর্ত করে বেশ কিছুটা ক্ষত তৈরি করেছে। সেই গর্তে কাচের টুকরো ঢুকিয়ে দিয়ে ইঁদুরের দৌরাত্ম্য আটকানোর চেষ্টা করা হয়েছিল। তা সত্ত্বেও তারা ব্রিজটির ক্ষতি করছে বলেই ধারণা বিশেষজ্ঞদের। আগেও কয়েকবার ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ হয়েছে। এখন গোটা ব্রিজটির ভার বহন ক্ষমতা, স্বাস্থ্যের অবস্থা এবং তা রক্ষণাবেক্ষণের জন্য প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে চলেছে স্বাস্থ্য সমীক্ষক সংস্থা। এর জন্য কলকাতা ট্রাফিক পুলিসের অনুমতি নিয়ে যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। এই নিয়ে শহরে ১৩টি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করল তারা।