বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে বাংলায়। রবিবার বেলার দিকে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে নিম্নচাপের জেরে সতর্কতা জারি পশ্চিমবঙ্গের দিঘায়। এনিয়ে প্রশাসন ও পুলিসের পক্ষ থেকে আজ সকাল থেকেই মাইকিং করা হচ্ছে। সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের আজকের মধ্যেই উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রস্নান ও মাছ ধরার জন্য সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন সকাল থেকেই পূর্ব মেদিনীপুরে বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বিপর্যয় মোকাবিলায় প্রস্ততি বৈঠক ডাকলেন মুখ্যসচিব। আজ বিকেল চারটেয় হবে এই বৈঠক। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসক ও কলকাতার পুরকমিশনারকে এই বৈঠকে ডাকা হয়েছে।