‘মোদিজি বাপের ব্যাটা, যা বলেন, সেটাই করেছে, আর দিদিমণি খালি ঢপ দিচ্ছেন ৷’’ শুক্রবার দুপুরে বর্ধমানের কার্জন গেটের কাছে বিজেপির বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ পেট্রল, ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর দাবিতে এদিন বর্ধমানে বিক্ষোভ মিছিল ও জমায়েতের আয়োজন করে বিজেপি ৷ অভিযোগ, পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেয় ৷ বিক্ষোভ মাঝখানে দাঁড়িয়েই ভাষণ শুরু করেন দিলীপ ঘোষ ৷ তাঁর অভিযোগ, কেন্দ্র পেট্রল, ডিজেলের উপর থেকে এক্সাইজ ডিউটি কমিয়েছে ৷ অন্যান্য রাজ্যও ভ্যাট কমিয়েছে ৷ কিন্তু, পশ্চিমবঙ্গ সরকার সেই পথে হাঁটেনি ৷ এরই প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ৷ বিক্ষোভ সমাবেশ থেকে আগাগোড়া মুখ্যমন্ত্রীকে নিশানা করেন দিলীপ ঘোষ ৷ রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’ স্লোগানকেও কটাক্ষ করেন তিনি ৷ বলেন, ‘‘দিদিমণি কথায় কথায় বলেন, এগিয়ে বাংলা ৷ এখন বুঝলাম কোথায় বাংলা এগিয়ে ৷ পেট্রল ডিজেলের দামে এগিয়ে বাংলা ৷ অথচ বিহার, ঝাড়খণ্ডে পেট্রল, ডিজেলের দাম এখানকার তুলনায় লিটারে ১০-১৫ টাকা কম ৷’’